নিজস্ব সংবাদদাতা : ক্রমে উন্নতি ঘটছে আসামের বন্যা পুরিস্থিতির। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯.৬৮ লক্ষ। যদিওআসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) মতে, রাজ্যের কামরূপ মেট্রোপলিটন এবং নগাঁও জেলায় ডুবে গিয়েছে দুটি শিশু। কাছাড় হল আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলা যেখানে প্রায় ৫.৭০ লক্ষ মানুষ বন্যায় বিপর্যস্ত, নগাঁওতে ১.৮৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আসামের কর্তৃপক্ষ ১৬টি জেলায় ২৯৫টি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্র চালাচ্ছে। রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যার জল নেমে যাওয়ার পর মানুষ বাড়ি ফিরছে। প্রায় ১,৩৫ লক্ষ মানুষ এখনও ত্রাণ শিবিরগুলিতেই রয়েছেন। বাকসা, বারপেটা, বিশ্বনাথ, ডিব্রুগড়, হোজাই এবং কামরূপ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ভাঙন দেখা যাচ্ছে। বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ।