নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কিন্তু এমন কিছু রাজনৈতিক নেতা রয়েছেন যাদের দুবার বিয়ে হওয়ার পরেও এখন সিঙ্গেল। রাম বিলাস পাসোয়ান ১৯৬০-এর দশকে রাজকুমারী দেবীকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে, তিনি প্রকাশ করেছিলেন যে তিনি ১৯৮১ সালে তাকে ডিভোর্স দিয়েছিলেন। পাসোয়ানের প্রথম স্ত্রী ঊষা ও আশার দুই মেয়ে ছিল। ১৯৮২ সালে তিনি রিনা শর্মাকে বিয়ে করেন, যিনি একজন এয়ারহোস্টেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দীর্ঘদিনের কংগ্রেস নেতা কপিল সিব্বলের দুটি বিয়ে হয়েছিল। তাঁর প্রথম স্ত্রী ছিলেন নীনা সিব্বল। নীনা সিব্বল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তিনি সমাজকর্মী প্রমীলাকে বিয়ে করেন।
ভোজপুরি অভিনেতা তথা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিরও দুবার বিয়ে হয়েছিল।