নিজস্ব প্রতিনিধি- সাংহাই ইন্টারন্যাশনাল এনার্জি এক্সচেঞ্জ লেনদেনে বৃহস্পতিবার অপরিশোধিত তেলের ফিউচার কমেছে।সুত্রের খবর ২০২২ এর আগস্টে ডেলিভারির জন্য সবচেয়ে সক্রিয় অপরিশোধিত তেল চুক্তিটি ৩৫.৫ ইউয়ান (প্রায় ৫.২৯ মার্কিন ডলার) কমে/)
৬৪২.৩ ইউয়ান প্রতি ব্যারেল এ বন্ধ হয়েছে।এক্সচেঞ্জে ১৬টি তালিকাভুক্ত অপরিশোধিত তেলের ফিউচার চুক্তির মোট ব্যবসার পরিমাণ ছিল ৪৬৪,১২০ লট, যার টার্নওভার প্রায় ২৯৭.৮৮ বিলিয়ন ইউয়ান।