নিজস্ব সংবাদদাতা : রায়পুর থেকে ইন্দোর যাওয়ার ফ্লাইট 6E-905-এর কেবিনে ধোঁয়ার খবর অস্বীকার করলো ইন্ডিগো। বিমান সংস্থার দাবি, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ধোঁয়া আসলে 'আর্দ্রতার কারণে এইচভিএসি সিস্টেম দ্বারা তৈরি কুয়াশা।' বিমান সংস্থা এও দাবি করেছে যে 'গ্রাহক ও কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার জন্য একটি স্বার্থান্বেষী সংস্থার দ্বারা মিথ্যা প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার একটি ইন্ডিগো রায়পুর-ইন্দোর ফ্লাইটের কেবিন ক্রু বিমানটি অবতরণের পরে ধোঁয়া দেখতে পান।ডিজিসিএ কর্মকর্তারা জানিয়েছেন যে সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। ডিজিসিএ বিষয়টি তদন্ত করছে। এরই প্রেক্ষিতে ধোঁয়াকে কুয়াশা বলে দাবি করেছে ইন্ডিগো।