নিজস্ব সংবাদদাতা: গরুর মাংসের ছবি পোষ্ট করে এক টুইটার ব্যবহারকারী লেখেন বিফ কারি। সেই পোষ্টের কমেন্ট বক্সে চেন্নাই পুলিশের তরফ থেকে বিরুপ মত পোষণ করা হয়। চেন্নাই পুলিশের এমন কমেন্টে ক্ষিপ্ত হন দেশাবাসী। এই ঘটনার পর ক্ষমা চায় চেন্নাই পুলিশ।
অনেক টুইটার ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে পোস্টে কী ভুল ছিল এবং কেন কেউ গরুর মাংস খেতে পারে না। ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগামের সংসদ সদস্য সেন্থিলকুমার প্রশ্ন তুলেছেন যে পুলিশের টুইটার অ্যাকাউন্টটি কে পরিচালনা করে। ' এই পোস্টে কী ভুল আছে? চেন্নাই পুলিশ কীসের ভিত্তিতে কী পোস্ট করতে হবে এবং কী খেতে হবে সে সম্পর্কে এই অপ্রয়োজনীয় পরামর্শ দেয়? শত শত আপত্তিকর/মিথ্যা পোস্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না," বলেন তিনি।