দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপর রয়েছে রেল ব্রিজ। সেই ব্রিজে কর্তব্যরত অবস্থায় এক্সপ্রেস ট্রেন পাস করানোর সময় নদীর জলে পড়ে গেলেন রেলওয়ে ট্র্যাকম্যান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওই ট্র্যাকম্যানের নাম তাপস দাস (৪৫)। রেল ব্রিজ থেকে কংসাবতী নদীর জলে পড়ে যান তিনি। তারপর থেকেই নিখোঁজ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি শুভঙ্কর রায় সহ অন্যান্য পুলিশকর্মীরা ও রেলওয়ে পুলিশ। শুরু হয় তল্লাশি। ডাক পড়ে ডুবুরি ও উদ্ধারকারী দলেরও। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, "ওই ব্যক্তি খড়গপুর শহরের খরিদা এলাকার বাসিন্দা। আরণ্যক এক্সপ্রেস যখন পাস করছিল তখন সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। ট্রেনটি পাস করার সময় কোন কারণে ব্রিজের উপর থেকে নিচে নদীতে পড়ে গিয়েছেন। খোঁজ শুরু হয়েছে।" প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই ব্যক্তির কোনো হদিশ মেলেনি।