নিজস্ব প্রতিনিধি-শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী উৎসব খার্চি পুজো, ত্রিপুরার রাজ আমল থেকেই এই পুজো চলে আসছে, এবং ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুত কিশোরও এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। গত দু'বছর ধরে করোনা মহামারীর কারণে বন্ধ ছিল এই উৎসব।
ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুত মাণিক্য বহু পুরনো ঐতিহ্যবাহী খার্চি উপলক্ষে এক সভার আয়োজন করা হয় সেখানেও যোগ দেন তিনি যা আজ আগরতলার টাউন হলে আয়োজন করা হয়। এক টুইট বার্তায় প্রদ্যুত কিশোর লেখেন,"খার্চি পুজো উপলক্ষে সকলের শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা কামনা করছি!আমার লোকেরা ঐক্যবদ্ধ হোন এবং ইতিবাচকতার উপর ফোকাস করুন৷"