জ্যোতি বসুকে নিয়ে গবেষনা কেন্দ্র গড়বে সিপিএম

author-image
Harmeet
New Update
জ্যোতি বসুকে নিয়ে গবেষনা কেন্দ্র গড়বে সিপিএম

নিজস্ব সংবাদদাতা: দেশের বাম রাজনীতিতে তাঁর সমতূল্য নেতা এখনও সিপিএম নেতৃত্বের কাছে নেই। আগামী শুক্রবার সেই কিংবদন্তী নেতা জ্যোতি বসুর ১০৯তম জন্মদিন। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, জন্মদিনেই তাঁর নামাঙ্কিত গবেষনা কেন্দ্র তৈরির কাজ শুরু হবে। ওই কেন্দ্রের নাম হবে – ‘জ্যোতি বসু কেন্দ্র’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এই গবেষনা কেন্দ্রটি তৈরির কাজ করবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ নামে একটি সংস্থা। এই কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী কক্ষ যেমন থাকবে, তেমনই থাকবে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরে কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতি সংক্রান্ত দলিলের ভাণ্ডার। যা রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের কাজ করার জন্য খোলা থাকবে।