সিন্ধু জলের পথ আটকে ভারত কিছু নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান, ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিরাপত্তা বাহিনীর হাতে জঙ্গিদের ব্যবহার করা আল্ট্রা কমিউনিকেশন সিস্টেম! কীভাবে ব্যবহার করেছিল পহেলগাঁও হামলায়
মাধ্যমিকে স্বউজ্জ্বল সৌম্যদীপ, দেওয়া হল শুভেচ্ছা বার্তা
পার্ক থেকে উদ্ধার ঝুলন্ত কিশোরীর দেহ! শহর জুড়ে উত্তেজনা
দিঘার জগন্নাথ মন্দির আর যাই হোক ধাম হতে পারে না! ওড়িশার মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
অবৈধ বালি পাচার, বড় সাফল্য পুলিশের
গোয়ায় পদদলিত হওয়ার ঘটনায় গুরুতর আহত তিন! চিন্তা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী
পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যোগ হামাসের! প্রত্যাঘাত তবে কি ইজরায়েলের মতো হবে?
পঞ্চম স্থান ঝাড়গ্রামের সোমতীর্থর, দিলেন তার সাফল্যের ভূমিকার স্বীকৃতি

নোটবাতিলের ৬ বছর পর এক ব্যক্তির থেকে উদ্ধার ৬২ লাখ টাকার বাতিল নোট!

author-image
Harmeet
New Update
নোটবাতিলের ৬ বছর পর এক ব্যক্তির থেকে উদ্ধার ৬২ লাখ টাকার বাতিল নোট!

নিজস্ব সংবাদদাতাঃ নোটবাতিলের ৬ বছর পর এক ব্যক্তির থেকে উদ্ধার ৬২ লাখ টাকার বাতিল নোট। দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে তারা পূর্ব দিল্লির লক্ষ্মীনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। যার কাছ থেকে পুরনো ৫০০ ও ১০০ টাকার নোটে মোট ৬২ লাখ টাকা পাওয়া গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে লোকটির নাম আজাজ আহমেদ খান। লক্ষ্মীনগরের রমেশ পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, জেরায় ধৃত জানিয়েছেন যে তিনি নতুন নোটে ১৪ লাখ টাকা দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এই পরিমাণ পুরনো নোট কিনেছিলেন। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি পুলিশ। যখন তাঁকে বারেবারে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি বলেছেন যে এই এত সংখ্যক পুরনো নোট তিনি ২০ লাখ টাকায় বিক্রি করার চেষ্টায় ছিলেন। 


বিষয়টির গভীরতা দেখে পুলিশ স্পেশাল সেল অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কর্তাদের ডেকে পাঠায়। স্পেশাল সেল ও আইবি-র দলও ধৃতের বক্তব্য রেকর্ড করেছে। পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করে আরও তদন্ত করা হচ্ছে।