নোটবাতিলের ৬ বছর পর এক ব্যক্তির থেকে উদ্ধার ৬২ লাখ টাকার বাতিল নোট!

author-image
Harmeet
New Update
নোটবাতিলের ৬ বছর পর এক ব্যক্তির থেকে উদ্ধার ৬২ লাখ টাকার বাতিল নোট!

নিজস্ব সংবাদদাতাঃ নোটবাতিলের ৬ বছর পর এক ব্যক্তির থেকে উদ্ধার ৬২ লাখ টাকার বাতিল নোট। দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে তারা পূর্ব দিল্লির লক্ষ্মীনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। যার কাছ থেকে পুরনো ৫০০ ও ১০০ টাকার নোটে মোট ৬২ লাখ টাকা পাওয়া গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে লোকটির নাম আজাজ আহমেদ খান। লক্ষ্মীনগরের রমেশ পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, জেরায় ধৃত জানিয়েছেন যে তিনি নতুন নোটে ১৪ লাখ টাকা দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এই পরিমাণ পুরনো নোট কিনেছিলেন। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি পুলিশ। যখন তাঁকে বারেবারে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি বলেছেন যে এই এত সংখ্যক পুরনো নোট তিনি ২০ লাখ টাকায় বিক্রি করার চেষ্টায় ছিলেন। 


বিষয়টির গভীরতা দেখে পুলিশ স্পেশাল সেল অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কর্তাদের ডেকে পাঠায়। স্পেশাল সেল ও আইবি-র দলও ধৃতের বক্তব্য রেকর্ড করেছে। পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করে আরও তদন্ত করা হচ্ছে।