নিজস্ব সংবাদদাতাঃ সিকিম থেকে নেপালে পাচার হচ্ছিল প্যাঙ্গোলিন। অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ফেলল বনদফতর। বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বনদফতরের বেলাকোবা রেঞ্জ। গ্রেফতার করা হয়েছে ২ পাচারকারীকে। জানা গিয়েছে, বেলাকোবা রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্তর কাছে খবর আসে সিকিম থেকে নেপালে মোটা টাকার বিনিময়ে একটি পূর্ণ বয়স্ক প্যাঙ্গোলিন পাচার করা হবে। খবর পেয়ে শিলিগুড়ি নৌকা ঘাট সংলগ্ন এলাকায় ঘাপটি মেরে বসে থাকে সঞ্জয় দত্ত ও তার টিম। এরপর বৃহস্পতিবার বেলার দিকে নির্দিষ্ট নম্বরের গাড়িটি আসতেই তাকে পিছু ধাওয়া করে দাঁড় করান বনকর্মীরা। গাড়ির ভেতর থেকে একটি তারজালি দিয়ে তৈরি নেটের ভেতর থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন উদ্ধার করে সঞ্জয় দত্ত ও তার টিম। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকে। প্রাথমিক জেরার জানা গিয়েছে, এই দুই পাচারকারীর বাড়ি কালিম্পং জেলায়। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে।