নিজস্ব সংবাদদাতা : আকস্মিক বন্যায় লন্ডভন্ড কুলু।চণ্ডীগড় মানালি হাইওয়ের পাশাপাশি বিয়াস নদীর মাঝখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে চলছে দুঃসাহসিক অভিযান।আকস্মিক বন্যার কারণে দুই যাত্রী নিয়ে একটি গাড়ি বিয়াস নদীতে ডুবে যাওয়ার পরই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন ITBP কর্মীরা।দড়ির সাহায্যে গাড়ির ধ্বংসাবশেষ বের করতে নদীর ওপারে র্যাপেল করেন তারা।গাড়ির দুই আরোহীকে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং তাদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে।
প্রসঙ্গত,হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু এলাকায় ভূমিধস হয়েছে। পাহাড়ি রাজ্যে ভারী বর্ষণে ভূমিধসে এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন।কিন্নর মোরাংয়ের থুঙ্গি খাদেও আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে।