নিজস্ব সংবাদদাতাঃ নিত্যদিনের মতো সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। খবর আসে, বাংলাদেশ থেকে বিশাল পরিমাণ সোনার বিস্কুট ভারতে ঢুকেছে। সেই মতোই অভিযান চালিয়ে উদ্ধার হয় সোনার বিস্কুট। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট। বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। সোনা পাচারের ঘটনায় এক ভারতীয়কে গ্রেফতার করেছে বিএসএফ। অভিযুক্তের নাম আবদুল বারিক মণ্ডল। বাড়ি হিলি থানার হাড়িপুকুর এলাকায়।
বুধবার গভীর রাতে পাচারের সময় বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই যুবককে আটক করে। তার কাছ থেকেই দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়। বিএসএফের পক্ষ থেকে ওই যুবককে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কী কারণে বাংলাদেশ থেকে সোনাগুলো ভারতে আসছিল তা খতিয়ে দেখছে বিএসএফ জওয়ানরা।