আজ থেকে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ ওড়িশা ও বিহারে বাড়বে বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের বারাণসী, বিহারের পটনা এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।