ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য-সহ ২ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য-সহ ২ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ রাস্তার পাশে একের পর এক পড়ে রয়েছে দেহ। রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। দেহের পাশ থেকে উদ্ধার বোমার খোল। হাড়হিম করা কাণ্ড ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রামে। পঞ্চায়েত সদস্য এবং দুই তৃণমূল কর্মীকে গুলি করে গলা কেটে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ভূতনাথ এবং ঝন্টু নামে দুই তৃণমূল সদস্য বাড়ি থেকে বাজারে যান। তাঁরা প্রত্যেকে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা তিনজনই বাইকে চড়ে যাচ্ছিলেন। পিয়ার পার্কের কাছে দুষ্কৃতীরা তাঁদের পথ আটকায়। এরপর গুলি চালাতে থাকে। তিনজনই রাস্তার পাশে লুটিয়ে পড়েন। সেই সময় তাঁদের গলার নলি কেটে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, গুলি করে খুনের পর গলার নলি কেটে দেওয়া হয় নেতা এবং দুই তৃণমূল কর্মীর।