নিজস্ব সংবাদদাতা:নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামও আকাশ ছোঁয়া। প্যাকেটবন্দি চাল, ডাল, আটা, মুড়ি, গুড়, মধু, সবের দাম বেড়েছে। ৫ শতাংশ জিএসটি চেপেছে মুড়ির উপর। একই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে আরও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে বেকারত্ব। পরামর্শদাতা সংস্থা, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’র দাবি, ভারতে বেকারত্বের হার জুন মাসে বেড়ে ৭.৮০ শতাংশে পৌঁছেছে! পরিসংখ্যান বলছে, জুন মাসে ১ কোটি ৩০ লক্ষ কাজ খোয়া গিয়েছে দেশে।