নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়নিগুই এলাকায় বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়নিগুই গ্রামের বাসিন্দা ৬২ বছর বয়সী বুধনী রানা নামে এক মহিলা মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সেই সময় ওই মহিলার ওপর বজ্রপাত হয়। যার ফলে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতের ফলে ওই মহিলার গোটা শরীর আগুনে ঝলসে যায়। নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। ওই মহিলা মারা গেলেও তার গরু গুলি অক্ষত অবস্থায় রয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে মৃত মহিলার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।