দার্জিলিং পাড়ি সোহম চক্রবর্তীর

author-image
Harmeet
New Update
দার্জিলিং পাড়ি সোহম চক্রবর্তীর

নিজস্ব সংবাদদাতা: একের পর এক বলিউড এবং টলিউডের ওয়েবের শ্যুটিং হচ্ছে পাহাড়জুড়ে। সদ্য বাঙালি পরিচালক সুজয় ঘোষের 'ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর জন্য কালিম্পং এবং দার্জিলিংয়ে এসে শ্যুটিং করলেন করিনা কপূর খান সঙ্গে ছিলেন জয়দীপ আহলাওয়াত এবং বিজয় বর্মাও। এ বারে নতুন বাংলা ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য উত্তরবঙ্গ পৌঁছলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সিরিজের নাম, 'সোনার কাঁটা' টানা ১০ দিন ধরে চলবে শ্যুটিং। শৈলশহর দার্জিলিং এবং কালিম্পংকেই বেছে নিয়েছেন ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। আজ, বুধবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন সোহম। তার পর সোজা কালিম্পং। কাল থেকেই সেখানে শ্যুটিং শুরু। ১৬ জুলাই শহরে ফিরবেন অভিনেতা-বিধায়ক! সোহম নিজেই জানান, পাহাড়ের বিভিন্ন স্পটে শ্যুটিং হবে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও শ্যুটিং হবে তাকদাতে। বাঙালিদের বরাবরই উত্তরের পাহাড়ের প্রতি বাড়তি আকর্ষণ রয়েছে। আগেও বহু হিট ছবি এবং সিরিজের শ্যুটিং হয়েছে পাহাড়ে। তাঁর কথায়, ''টয় ট্রেন থেকে পাহাড়ি জিপের শ্যুটিংয়ের সেই সব দৃশ্য আজও ছবিপ্রেমীদের হৃদয়ে!''