পিকআপ ভ্যানের ধাক্কায় আহত তিন শিশু, স্থানীয়দের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
পিকআপ ভ্যানের ধাক্কায় আহত তিন শিশু, স্থানীয়দের বিক্ষোভ





রাহুল পাসোয়ান, বারাবনি: বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোমহানি বাজারের রাস্তা অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তার পাশ দিয়ে পানীয় জলের পাইপ লাইনের কানেকশন নিয়ে যাওয়ার ফলে রাস্তা কাঁটা হয়। যার ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে।প্রায় দিন এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটে থাকে। শুক্রবার সকালে বাজারের রাস্তায় ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্টের পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হয় তিন শিশু। এই দুর্ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে জনতা। অবশেষে চুরুলিয়া হয়ে দোমহানি পানুডিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে বারাবনি থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা অবরোধ তোলেন না। অবশেষে দোম হানি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সন্তোষ সিং এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাস দেওয়া হয় আহত শিশুদের চিকিৎসা সহ কয়েক দিনের মধ্যে বাজারের রাস্তার মেরামত করা হবে ।