নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িতে এখন নয়া আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে অ্যাসিড পোকার আক্রমণ। দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ অ্যাসিড পোকার আক্রমণে বিধ্বস্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কয়েকজন পড়ুয়াও এই পোকার আক্রমণের শিকার হয়েছেন। এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। বর্ষার পর পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। তার মধ্যেই শিলিগুড়িতে হঠাৎ হানা দিচ্ছে অ্যাসিড পোকা।
চিকিৎসকদের সূত্রে খবর, এই পোকা এক ধরনের মাছি। যাকে নাইরোবি মাছিও বলা হয়ে থাকে। এই পোকার কামড়ে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। নাইরোবি মাছির থেকে টক্সিন নামে এক ধরনের ক্ষতিকারক পদার্থ বেরোয়। আর তাতেই মানুষের চামড়ায় ফোসকা পড়ে যায়। পোকাটি কামড়ে হুল ফোটায়। পোকাটির শরীরে ‘পিডেরিন’ নামক বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থাকে। যা মানুষের ত্বক এবং কোষের মারাত্মক ক্ষতি করে।