নিজস্ব সংবাদদাতাঃ 'আপনি যদি বাকস্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে নূপুর শর্মা এবং মহুয়া মৈত্র, দুজনের মতকেই গুরুত্ব দেবেন। আর যদি বাকস্বাধীনতায় আপনার বিশ্বাস না থাকে, তাহলে নূপুর শর্মা এবং মহুয়া মৈত্র কারও বক্তব্যকেই আপনি সমর্থন করবেন না।' কালী বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। কালী নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের জেরে যখন দেশ জুড়ে প্রবল বিতর্ক দানা বাঁধতে শুরু করে, সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেন তসলিমা।
প্রসঙ্গত পয়গম্বর মহম্মদ সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আন্তর্জাতিক মহলেও যার প্রভাব পড়ে। নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে কলকাতার নারকেলডাঙা থানায় হাজির হতে হবে বলে জারি করা হয় সমন। তবে নূপুর শর্মা হাজির হননি। পরপর ২বার নোটিশের পরও নূপুর শর্মা হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেন কলকাতা পুলিশ। অন্যদিকে কালী নিয়ে মন্তব্যের জেরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মধ্যপ্রদেশের ভোপালে।