যাত্রীবাহী বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত ৪

author-image
Harmeet
New Update
যাত্রীবাহী বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত ৪


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মারুতি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত দুই মহিলা সহ আহত ৪। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের তেঁতুলতলা এলাকার রাজ্য সড়কে। জানা গিয়েছে বুধবার মেদিনীপুর শহরের রাঙ্গামাটির বাসিন্দা মা ও ছেলে মারুতিতে করে চন্দ্রকোনার শ্রীনগরে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। সেই সময় কেশপুর থেকে মেদিনীপুর গামী একটি যাত্রীবাহী বাস আসার পথে তেঁতুলতলা রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুচরে যায় মারুতি গাড়ির সামনের অংশ। 




এরপর স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার সহ বিভিন্ন বস্তুর সাহায্যে আহত মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনার ফলে যাত্রীবাহী বাসে থাকা দুই যাত্রী কমবেশি করে আহত হয়েছে, তাদেরকেও উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোতওয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।