'পোস্টার না সরালে বিতর্কিত কালী ছবি নিষিদ্ধ ঘোষণা করা হবে', হুমকি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

author-image
Harmeet
New Update
'পোস্টার না সরালে বিতর্কিত কালী ছবি নিষিদ্ধ ঘোষণা করা হবে', হুমকি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ  'কালী' ছবির পোস্টার বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে চাপানউতোর তুঙ্গে। ধূমপান করছেন কালী, এই আপত্তিকর পোস্টার সরিয়ে না নেওয়া হলে কালী সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা হবে। সতর্ক বার্তা দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, "এই ছবির মাধ্যমে দেবী কালীকে অপমান করা হয়েছে। এই আপত্তিকর পোস্টার সরিয়ে ফেলা না হলে ছবির পরিচালকের বিরুদ্ধে এফআইআর করবে সরকার।" ক্ষুব্ধ মন্ত্রী আরও বলেন, " চলচ্চিত্র নির্মাতারা হিন্দু দেবদেবীকে অপমান করা অনেক সহজ মনে করেন। কারণ তাঁরা জানেন, অন্য ধর্মের ক্ষেত্রে এমন কিছু ঘটলে শাস্তি পেতে হবে। এই ঘটনা হিন্দুদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।"