হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে ঈদযাত্রা মানে রেল স্টেশনে ভিন্নরূপ। খাবারের বগি থেকে ছাদ পর্যন্ত তিল ধারণের ঠাঁই থাকে না কোথাও। টিকিটে সিট থাকা সত্ত্বেও নির্দিষ্ট সিটে পৌঁছানো যেন একটি যুদ্ধ। তবে এবার ভিন্নতা এসেছে এই ঈদের যাত্রায়। নির্ধারিত সিটে বসে স্বস্তিতে ঘরমুখী হচ্ছেন যাত্রীরা। বুধবার নাড়ির টানে ছোটা যাত্রীদের মধ্যে ছিল আনন্দের হাসি। তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, অনলাইনে চেষ্টা করে ট্রেনের টিকিট কেটেছিলেন। ট্রেন ছেড়ে যাচ্ছে, এটাই আনন্দের। বুধবার সকালে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না।
ঈদ উপলক্ষ্যে প্রতিদিন প্রায় ৩৩ হাজার যাত্রী কমিউটার এবং আন্তঃনগর ট্রেনে ঢাকার কমলাপুর থেকে যাচ্ছেন। ঈদ উপলক্ষ্যে ঢাকার কমলাপুর থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এসব ট্রেনে ২৭ হাজার ৮৮১টি টিকিট ১ থেকে ৩ জুলাই পর্যন্ত অগ্রিম বিক্রি হয়েছে। ৩ থেকে ৫ জুলাই আরও প্রায় এক হাজার ১০০ নতুন টিকিট যুক্ত হয়েছে।