বৃষ্টি নিয়ে রাজ্যে লাল সতর্কতা জারি

author-image
Harmeet
New Update
বৃষ্টি নিয়ে রাজ্যে লাল সতর্কতা জারি

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে লাগাতার ভারী বৃষ্টি চলছে। এর ফলে মুম্বই, পুণের পাশাপাশি কোঙ্কনেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ফের একবার সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র, কোলাবা, মুম্বাই আগামী চার দিন অর্থাৎ ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত জেলায় লাল সতর্কতা জারি করেছে। এই সময়ের মধ্যে জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 



প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন। এখানকার সখল এলাকা পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। সিওন, বোরিভালি এবং কান্দিভালির অনেক জায়গায় জল সরবরাহের খবরও পাওয়া গেছে।  কোলহাপুরে চলতি বৃষ্টিতেই বাড়ছে পঞ্চগঙ্গা নদীর জলস্তর ৷ ​