নিজস্ব সংবাদদাতাঃ বুধবার হিমাচল প্রদেশের কুল্লু জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় কমপক্ষে চারজন মানুষ ভেসে গিয়েছেন। জেলার বহু জায়গায় ধস নেমেছে। অনেক বাড়ি ধসের নিচে চাপা পড়ে গিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দ্রুততার সঙ্গে বিপর্যন্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। চাল্লাল পঞ্চায়েতের চোজ গ্রামে জলের তোড়ে চার থেকে ছ'জন নিখোঁজ হয়েছেন। অন্তত পাঁচটি গবাদি পশুও বন্যায় ভেসে গিয়েছে।
হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় কয়েকটি নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান দেখা গিয়েছে। শহরে জল ঢুকতে শুরু করেছে। কুল্লু জেলার খাড়ভি, তরলা ইত্যাদি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে একাধিক বাড়ি, গবাদি পশু ও গাড়ি ভেসে যাওয়ার খবর মিলেছে। রাতভর ভারী বৃষ্টির জেরে হড়পা বানে কাসোল এলাকায় কয়েকটি ক্যাম্পিং সাইটও ভেসে গিয়েছে। গ্রামের সঙ্গে সংযোগকারী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরে অবস্থিত ৬ টি ক্যাফেও বন্যায় ভেসে গিয়েছে।