‘কালী’ বিতর্কে ক্ষমা চাইল কানাডার মিউজিয়াম

author-image
Harmeet
New Update
‘কালী’ বিতর্কে ক্ষমা চাইল কানাডার মিউজিয়াম

নিজস্ব সংবাদদাতাঃ ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক তুঙ্গে। টরন্টোর আগা খান মিউজিয়ামে ‘আন্ডার দ্য টেন্ট’ প্রোজেক্টের অধীনে এই তথ্যচিত্রটি দেখানো হয়েছিল। কানাডার ভারতীয় দূতাবাসের আরজি ছিল, কানাডা প্রশাসন এই নিয়ে পদক্ষেপ করুক। পাশাপাশি ছবির পোস্টারটিও সরিয়ে নেওয়ার আরজি জানানো হয়েছিল সেদেশের আগা খান মিউজিয়ামকে। এবার ওই মিউজিয়ামের তরফে বিবৃতি পেশ করে জানানো হল, তারা গোটা বিষয়টি নিয়েই অনুতপ্ত। বিবৃতিতে বলা হয়েছে, ”মিউজিয়াম কর্তৃপক্ষ অত্যন্ত অনুতপ্ত যে, ‘আন্ডার দ্য টেন্ট’ প্রোজেক্টের অধীনে দেখানো ১৮টি শর্ট ভিডিওর একটি ভিডিও ও সেই সংক্রান্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ফলে হিন্দু সম্প্রদায়ের সদস্য ও অন্য ধর্মমতের সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে।”