নিজস্ব সংবাদদাতাঃ ফের কলকাতায় মেট্রো বিভ্রাট। একটি কামরার একটি দরজা খোলা রেখেই গন্তব্যের দিকে ছুটল মেট্রো রেল। অফিস টাইমে ভিড়ের মধ্য়ে এহেন ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। তবে নিরাপদেই পরবর্তী স্টেশন পর্যন্ত পৌঁছেছেন যাত্রীরা। আজ, বুধবার সকাল ৯ টা ২৯ মিনিট নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় এই ঘটনাটি ঘটে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কুদঘাট থেকে কালীঘাট পর্যন্ত সামনের দিকের একটি কামরার একটি দরজা খোলা ছিল। অফিস টাইমে সেই সময় ভালই ভিড় ছিল মেট্রোয়। স্বাভাবিক ভাবেই তাই যাত্রীদের লাইনে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অনেকেই দরজা খোলা অবস্থায় মেট্রো চলতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। এমন ঘটনার খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে আসরে নামে আরপিএফ। ছুটে আসেন মেট্রোর ইঞ্জিনিয়াররাও। তাঁরা ওই খোলা দরজাটির সামনে গার্ড করে দাঁড়িয়ে পড়েন। যাত্রীরা যাতে ভুলবশত সেদিকে না যায়, তা নিশ্চিত করেন তাঁরা। তবে কর্মব্যস্ত দিনে ভিড় থাকায় বেশ সমস্যাতেই পড়তে হয় তাঁদের। কালীঘাট স্টেশনে পৌঁছানোর পর দরজাটি বন্ধ করা সম্ভব হয়। তারপর নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছায় মেট্রো রেলটি।