নিজস্ব সংবাদদাতাঃ আজ উত্তরবঙ্গে মেঘ, রোদ্দুর ও বৃষ্টির সমন্বয় লক্ষ্য করা যাবে। সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরমধ্যেই কখনও কখনও রোদ্দুর দেখা যাবে। বিকেল ৫ টার পর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আজ উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে লিঙ্কে ক্লিক করুন (https://www.windy.com/26.524/88.720?25.962,88.720,8)।