নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার বিএসএফ (BSF) সৈন্যরা আজ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালাকারী জিনিস বিক্রি করার সময়
সফলভাবে ১৬টি গবাদি পশু, ২৪.৫ কেজি গাঁজা, ১৬৩ বোতল ফেনসিডিল,১,৫৬,৪০০ বাংলাদেশি টাকা এবং মোট ভারতীয় ৪২৪০ টাকা সহ ৬,০৫,৭৯০ টাকা মূল্যের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।