বিশ্বের সবচেয়ে মহার্ঘ আম, দাম লক্ষাধিক

author-image
Harmeet
New Update
বিশ্বের সবচেয়ে মহার্ঘ আম, দাম লক্ষাধিক

নিজস্ব সংবাদদাতাঃ আমরা নানা জাতের আমের নাম তো জানিই। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আমের নাম কি? আসুন জেনে নিই। আমটি গোলাপি রঙের। উৎপত্তিস্থল হল জাপান। তবে এবার এর ফলন হয়েছে খোদ ভারতের মধ্যপ্রদেশে। জাপানে আমটির নাম ''মিয়াজাকি''। আমটির দাম যেমন, তেমন আমটি দেখতেও ভারী সুন্দর। তবে এটি বেশ দুর্লভ আম। কিন্তু মধ্যপ্রদেশের এক চাষি এই আম দেশের মাটিতে ফলিয়েছেন এবং তা পাহারা দেওয়ার জন্য এক অভিনব পদ্ধতির অবলম্বন করেছেন। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই আমটির ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে যে, ছয়টি কুকুর এবং তিনজন পাহারাদার সেই আমটিকে পাহারা দিচ্ছে। ​