নিজস্ব সংবাদদাতাঃ পাকা চুল এখন আর বয়স বাড়ার লক্ষণ নয়। যে কোনও বয়সেই মাথায় উঁকি দিতে পারে রুপোলি রেখা। চুলের অকালপক্কতার মূল কারণ জিনগত। কোনও পরিবারের সদস্যদের চুল তাড়াতাড়ি পাকতে শুরু হওয়ার ধারা থাকলে প্রতি প্রজন্মেই সেই ধারা বহাল থাকতে পারে। এর পাশাপাশি অত্যধিক মানসিক চাপ, দূষণ সহ নানা কারণে অল্প বয়সেই চুল পেকে যায়।রান্নার একটি অন্যতম উপাদান হল কালোজিরে। স্বাস্থ্যের যত্ন নিতে অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান বৈশিষ্ট্য কালো জিরে অত্যন্ত উপকারী। মেদ ঝরিয়ে রোগা হওয়া ছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর কালোজিরে। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতেও অন্যতম দাওয়াই হতে পারে কালোজিরে।