কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই

author-image
Harmeet
New Update
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে জানাল ডিভিশন বেঞ্চ।ছাত্রদের করা মামলায় এমনটাই নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। জুন মাসের শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-বিতর্ক নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলা দায়ের করেন জনৈক বদরুল করিম। মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা অফলাইন পরীক্ষার পক্ষে। সংশ্লিষ্ট মামলায় মোট তিনটি আবেদন করা হয়েছে। এক, পুরো সিলেবাস শেষ করে পরীক্ষা নিতে হবে। দুই, সিলেবাসের পরিমাণ কমাতে হবে। তিন, হোম সেন্টারে পরীক্ষা নিতেই হবে। ২১ জুন মামলার শুনানি-পর্ব শেষ হয়। তবে মামলার রায়দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্ট। অবশেষে আদালত জানিয়ে দিল, পরীক্ষা হবে অফলাইনে।