নিজস্ব সংবাদদাতাঃ শরীর স্বাস্থ্য ভালো রাখতেও সাইকেল চালানোর পরামর্শ দেন অনেকেই। অথচ এই এক ঢিলে তিন পাখি মারা যানটির চলার জন্য নাকি কলকাতায় রাস্তার অভাব রয়েছে। শুধু তাই নয় সাইকেল চালাতে গেলে পুলিশি হেনস্তার মুখে পড়তে হয়। এমনটাই অভিযোগ সাইকেল প্রেমীদের। বেশ কয়েকটি সাইকেল সংগঠনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। 'বেঙ্গল লাভস সাইকেল' নামে একটি সংগঠনের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, " আমরা কলকাতার নাগরিক। আমাদের জীবন জীবিকা ও জরুরি কাজে সাইকেল ব্যবহার করতে হয়। তাতে আমাদের যেমন খরচ ও সময়ের সাশ্রয় হয় তেমনি এই শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। বিশেষ করে কলকাতা শহরের বায়ুদূষণ গুরুতর সমস্য। রাস্তা ব্যবহারকারী হিসেবে সাইকেল একটা গুরুত্বপূর্ণ অংশ এবং জাতীয় নীতিতে স্বীকৃত। সাইকেল চালানোকে উৎসাহিত করতে রাজ্য ও কেন্দ্র সরকার নানা ধরনের কর্মসূচির মাধ্যমে সচেষ্ট। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের রোজগার কমেছে এবং সংক্রমণ ঠেকাতেও অনেক মানুষ নতুন করে সাইকেলে উৎসাহিত হচ্ছেন। ’’