বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মহিলাদের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মহিলাদের বিক্ষোভ





নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ
বেহাল পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই রাস্তা মেরামত না হওয়ায় গাছের ডাল ও বেঞ্চ ফেলে রাস্তা অবরোধ করল পৌর এলাকার মহিলারা। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় মঙ্গলবার। এদিকে খবর পেয়ে চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়েন। পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ।



এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার কদমকুণ্ডু এলাকায়। জানা গিয়েছে, পৌরসভার ৩, ৬, ৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগকারী কদমকুন্ডু থেকে গঙ্গাদাসপুর রাস্তা। আর সেই রাস্তায় দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তায় দেখা দিয়েছে একাধিক গর্ত। এক পশলা বৃষ্টি হলেও রাস্তা যেন পুকুরে পরিণত হয়ে যায়। যান চলাচল দূরঅস্ত, হেঁটে চলাই দায়। এলাকার বাসিন্দাদের লিখিত অভিযোগ থেকে শুরু করে একাধিকবার পৌরসভার দ্বারস্থ হয়েও রাস্তা মেরামত না হওয়ায় বিক্ষোভে সামিল হলেন মহিলারা। খবর পেয়ে পৌরসভার চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় অবরোধকারীরা। বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসেন চেয়ারম্যান দূর্গাশঙ্কর পান। শেষমেশ ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন তাঁরা। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দূর্গাশঙ্কর পানের সাফাই, 'ওই রাস্তা সারাতে কোটি টাকা খরচ হবে। তবে পৌরসভার তরফে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তা মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।'