নিজস্ব সংবাদদাতাঃ গতকালের পর আজও ফের কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৪ জুলাই আন্দামান সাগরে ভূকম্পন হয়। ফের ৫ জুলাইও কম্পন অনুভূত হল সেখানে। একেই বিশেষজ্ঞরা বলেন ধারাবাহিক ভূকম্পন। আন্দামান সাগরে ধারাবাহিক ভূমিকম্পনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছে বারবার। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৫.৫৭ মিনিটে যে কম্পনটি হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০ । এটিই এখনও অবধি সবথেকে শক্তিশালী কম্পন। কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা এখনও সামনে আসেনি।