নিজস্ব সংবাদদাতাঃ এজবাস্টনে অবিশ্বাস্য জয়ের পথে ইংল্যান্ড। জিততে হলে দ্বিতীয় ইনিংসে ৩৭৮ রেকর্ড রান করতে হবে, এমন কঠিন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জটা দারুণভাবে নিলেন জো রুট, জনি বেয়ারস্টো-রা। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের হাতের মুঠোয় ম্যাচ। জিততে হলে বেন স্টোকসের দলকে করতে হবে আর ১১৯ রান, হাতে ৭ উইকেটে। ক্রিজে আছেন রুট, বেয়ারস্টো। চতুর্থ উইকেটে অবিচ্ছদ্য ১৫০ রানের পার্টনারশিপ করে ফেলেছেন রুট-বেয়ারস্টো। কাল, মঙ্গলবার শেষ দিনে প্রথম সেশনেই খেলার ফয়সালা হয়ে যাওয়ার কথা। প্রথম ঘণ্টাটা কাটিয়ে দিতে পারলে, জয় কঠিন হওয়ার কথা নয় রুটদের। আর এর সবচেয়ে বড় কৃতিত্ব রুট, বেয়ারস্টো-র। কদিন আগে কিউইদের বিরুদ্ধেও ঠিক একই রকম পার্টনারশিপ করে অবিশ্বাস্য জয় এনেছিল ইংল্যান্ড। আসলে এখন টেস্টে অবিশ্বাসকে বিশ্বাস বানিয়ে জয় ছিনিয়ে আনাটা অভ্যাস বানিয়ে ফেলেছেন স্টোকসরা।