রুশ সেনাদের অভিনন্দন জানালেন পুতিন

author-image
Harmeet
New Update
রুশ সেনাদের অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের লুহানস্ক অঞ্চল দখল করার জন্য রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগুর সঙ্গে টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল মুক্ত করার জন্য রাশিয়ার সেনাদের অভিনন্দন জানান। পুতিন বলেছেন, লুহানস্ক অঞ্চল দখলের অভিযানে জড়িত সেনাদের উচিত বিশ্রাম নেওয়া। কিন্তু অপর সামরিক ইউনিটকে লড়াই চালিয়ে যেতে হবে। রুশ বাহিনীর কাছে পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লিসিচানস্কের জন্য তীব্র লড়াইয়ের পর, ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী তাদের দখলকৃত অবস্থান ও লাইন থেকে সরে যেতে বাধ্য হয়েছে’। এর আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু দাবি করেন তাদের বাহিনী লিসিচানস্ক দখল করেছে এবং পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।