নিজস্ব সংবাদদাতাঃ নতুন N95 মাস্ক যে শুধু কোভিড থেকে আপনাকে দূরে রাখবে তা নয়, এই মাস্কের সংস্পর্শে ভাইরাস এলে, তা SARS-CoV-2 কে খতম করবে। এমনই দাবি করলেন একদল গবেষক। শুধু তাই নয়, এই মাস্কে প্লাস্টিকের ব্যবহার কম। তাই এই মাস্ক বেশ অনেকবার ব্যবহার করা যাবে বলে জানান গবেষকরা। নতুন N95 মাস্কে যে ফিল্টােরের স্তর রয়েছে, তা অনেকাংশে কোভিড জীবাণুকে খতম করবে বলে জানান গবেষকরা। ফলে N95 মাস্কের সঙ্গে নতুন N95 মাস্কের কোনও তুলনা চলে না বলেও জানানো হয়। এই মাস্ক পরলে শ্বাসকষ্টের কোনও সমস্যা হওয়ার কথা নয় বলে গবেষকদের তরফে জানানো হয়।