‘বাবা তুমি খুব ভাল থেকো’, মেসেজ পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কিশোর

author-image
Harmeet
New Update
‘বাবা তুমি খুব ভাল থেকো’, মেসেজ পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কিশোর

নিজস্ব সংবাদদাতাঃ ‘বাবা, তুমি খুব ভাল থেকো’, মোবাইলে মেসেজ পাঠিয়ে অকালে নিজের জীবন শেষ করে দিল কিশোর। পড়ার ঘর থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রাখালঠাকুরতলায়। কিশোরের আত্মহত্যার কারণ কী, তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে পরিবার। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অনিকেত গোস্বামী। বয়স ১৭ বছর। দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে। ডায়মন্ড হারবারের রাখালঠাকুরতলায় বাবা-মায়ের সঙ্গে থাকত অনিকেত। তার বাবা মানস গোস্বামী ডায়মন্ড হারবারের একটি হোটেলের নিরাপত্তা কর্মী। তিনি জানান, “সকাল থেকে স্বাভাবিক ছিল অনিকেত। দুপুরে মোবাইলে ছেলে মেসেজ পাঠাল, বাবা তুমি খুব ভাল থেকো। বুকে ভয় নিয়ে বাড়ি ফিরছিলাম। বাড়িতে ঢোকার আগেই আশঙ্কাটা সত্যি হয়ে গেল। স্ত্রী কাঁদতে কাঁদতে এসে খবরটা জানায়। কিন্তু ও কেন এমন সিদ্ধান্ত নিল বুঝতে পারছি না।” প্রতিবেশীরা জানান, বাবা-মায়ের বড় আদুরে ছিল অনিকেত। সামান্য আয়েও ছোট থেকেই যখন যা চেয়েছে বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে দিয়েছেন। ছেলের চাহিদা মতো মোবাইল, মোটরবাইক, টিভি, সবকিছুই কিনে দিয়েছিলেন বাবা-মা। তারপরও কেন এমন সিদ্ধান্ত নিল ওই কিশোর কিছুই বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরা।