নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি তৃণমূল নেতা নির্মল মাজির মা সারদা মন্তব্য নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। এবার বেফাঁস মন্তব্য করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করলেন তিনি।রবিবার বনগাঁ বিএস ক্লাবের মাঠে তৃণমূলের কর্মী সম্মেলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক সেখানে গিয়েছিলেন। উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা, একাধিক প্রাক্তন কাউন্সিলর-সহ আরও অনেকে৷ সেখানেই বিশ্বজিৎবাবু মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো করে কাজ করছে। তার মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে।” এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।