করোনা আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি উত্তরবঙ্গ মেডিকেলের

author-image
Harmeet
New Update
করোনা আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি উত্তরবঙ্গ মেডিকেলের

নিজস্ব সংবাদদাতাঃ জুলাই মাসের প্রথম থেকেই করোনা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। তার সঙ্গেই বাড়ছে উদ্বেগ। তবে কি ফের হাসপাতালে ভিড় বাড়বে করোনা রোগীদের? এসবের মধ্যেই এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিল। সূত্রের খবর দলে দলে করোনার উপসর্গ ও জ্বর থাকলেই যাতে হাসপাতালে চলে না আসেন তার জন্য আগাম সতর্ক করল হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ২দিন জ্বর, কাশি শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, কো- মর্বিডিটি থাকলে তবেই হাসপাতালে ভর্তি নেওয়া হবে। মূলত রোগীর চাপ যাতে আচমকা না বেড়ে যায় সেকারণেই এই সিদ্ধান্ত। পাশাপাশি অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে সেই রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে শুধু করোনা হলেই হাসপাতালে ভর্তি হওয়া যাবে তা নয়।