নিজস্ব সংবাদদাতাঃ বাংলা টলিউডের সনামধন্য অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বাস্তব আর পর্দার জীবন উভয়েই তিনি একই রকম। তাঁর চিন্তাধারা, ভাবনা দুটিরই মিল আছে এই দুই জীবনে। অর্থাৎ তার সিনেমার চরিত্রের মতই তার ব্যক্তিগত জীবনের চিন্তাভাবনাও মিলে যায়। সম্প্রতি তিনি এবং অভিনেত্রী মধুমিতা সরকার '' কুলের আচার'' সিনেমাতে জুটি বেঁধেছেন। সিনেমাটিতে স্ত্রীর বিবাহের পরবর্তী পদবি ব্যভারকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি তিনি নিজেও ব্যক্তিগতভাবে নিজের পদবি ব্যবহারের পক্ষ্যেই পক্ষপাতি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, '' পদবী পরিবর্তনের তো প্রয়োজন নেই বটেই, বিয়ের পরে মেয়েদের বেশ কিছু অনর্থক নিয়ম মানতে হয় পোশাক বা সময়ে বাড়ি ফেরা নিয়ে। আমি সেই সব কিছুরও ঘোর বিরোধী। তবে হ্যাঁ, যদি আমার স্ত্রী বিয়ের চিহ্ন হিসেবে সিঁদুর পরেন আর আমাকেও বিয়ের চিহ্ন হিসেবে কিছু একটা পরতে বলেন, যেমন ধরুন কড়া, আমি সানন্দে সেই নিয়ম মেনে চলব। খালি যেন একটু স্টাইলিশ লাগে।''