আগামী ৮ই জুলাই বিধায়ক পদে শপথ নেবেন ডঃমানিক সাহা

author-image
Harmeet
New Update
আগামী ৮ই জুলাই বিধায়ক পদে শপথ নেবেন ডঃমানিক সাহা

নিজস্ব প্রতিনিধি-গত ২৩শে জুন ত্রিপুরা বিধানসভার ৪টি আসনে ভোট হয়েছিল।এবং সেই ভোটের ফলাফল ২৬ শে জুন ঘোষণা হয়। তিনটি আসনেই জয়ী হয় বিজেপি। 

এবং একটি আসনে জয়ী হয় কংগ্রেস।এবং সেই চারটি আসনের জয়ী বিধায়কদের মধ্যে তিন জন গত ২৮শে জুন শপথ বাক্য পাঠ করেন,এদিকে একটি আসনে জয়ী হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, তিনি ওই দিন শপথ নেননি।আজ তিনি দিল্লিতে রাজ্যসভার সাংসদ হিসেবে পদে পদত্যাগপত্র জমা দেন এবং সেই সঙ্গে জনা গেছে, আগামী ৮ই জুলাই তিনি বিধায়ক পদে শপথ নেবেন।একথা জানানিয়েছেন ত্রিপুরার রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।