রাতের আকাশে বর্ডারে দেখা গেল উড়ন্ত পাক ড্রোন

author-image
Harmeet
New Update
রাতের আকাশে বর্ডারে দেখা গেল উড়ন্ত পাক ড্রোন

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর রাজপুরা এলাকার গ্রামবাসীরা গভীর রাতে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পেয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে SOG সাম্বা সকাল ৫ টার দিকে একটি অনুসন্ধান অভিযান শুরু করে এবং এলাকাটি স্ক্যান করার জন্য ড্রোন ব্যবহার করে কিন্তু কিছুই খুঁজে পায়নি বলে জানিয়েছেন একজন পুলিশ কর্তা। তিনি আরো জানান, যে ড্রোনটি চিলিয়ারি গ্রামে দেখা গিয়েছিল, প্রায় ১২ মিনিটের জন্য সেটা আকাশে উড়েছিল এবং চক দুলমা গ্রাম থেকে ভারতীয় ভূখণ্ড থেকে বেরিয়ে গিয়েছিল।



 
উল্লেখযোগ্যভাবে, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় এক মাসে দ্বিতীয়বার এমন ড্রোন দেখা গেল। জুন মাসে সাম্বার সুনুরা-ঘগওয়াল গ্রামে একটি ড্রোন দেখা গিয়েছিল।