নিজস্ব সংবাদদাতা : উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন এমভিএ সরকারের মুখ্যমন্ত্রী পদে তার বসার কথা থাকলেও অজিত পাওয়ার তাতে আপত্তি জানিয়েছিলেন বলে মুখ খুললেন একনাথ শিন্ডে। ফ্লোর টেস্টে জয়ী হওয়ার পর মহারাষ্ট্র বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে একথা জানান তিনি।
বলেন, “প্রথম দিকে, এমভিএ সরকারে আমার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু পরে অজিত দাদা (অজিত পাওয়ার) বা কেউ বলেছিলেন যে আমায় মুখ্যমন্ত্রী উচিত হবে না। আমার কোন সমস্যা ছিল না এবং আমি উদ্ধবজিকে এগিয়ে যেতে বলেছিলাম এবং আমি তার সাথে ছিলাম। আমি কখনই সেই পোস্টের দিকে নজর দিইনি।” তিনি আরও বলেছিলেন যে তারা "শিবসৈনিক" এবং আমরা সর্বদা "বাল ঠাকরের শিবসৈনিক" থাকব।