প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাচ্ছেন কলাকুশলীরা

author-image
Harmeet
New Update
প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাচ্ছেন কলাকুশলীরা

নিজস্ব সংবাদদাতাঃ এসএসকেএম থেকে তরুণ মজুমদারের দেহ নিয়ে যাওয়া হয় NT1 স্টুডিওতে। সেখানে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন শিল্পী ও কলাকুশলীরা। গীতাঞ্জলী  ও লালপতাকায় শেষ বিদায় জানানো হয় প্রিয় পরিচালককে। তরুণ মজুমদারের প্রয়াণে  শোকস্তব্ধ গোটা টলিপাড়া। শিক্ষক গুরুকে হারালাম বলে জানান প্রসেনজিৎ। শিল্পী গড়ার কারিগর ছিলেন তিনিঃ দেবশ্রী রায়। বাংলা ছবির স্তম্ভ ছিলেনঃ ঋতুপর্ণা। তরুণ মজুমদারের আবদান ভোলার নয়ঃ মিঠুন। অনেক কিছু শিখেছিঃ রঞ্জিত মল্লিক।