আল্লুরী সীতারাম রাজুর নীতিতে হাঁটছি, বললেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
আল্লুরী সীতারাম রাজুর নীতিতে হাঁটছি, বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারাম রাজুর ১২৫তম জন্মবার্ষিকীতে অন্ধ্রপ্রদেশের ভীমাভারমে তারউই একটি ব্রোঞ্জের মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, ''দেশ যখন স্বাধীনতার ৭৫ বছরে অমৃত মহোৎসব উদযাপন করছে, আমরা পাশাপাশি আল্লুরী সীতারাম রাজুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছি। একই সঙ্গে দেশের স্বাধীনতার ‘রামপা ক্রান্তি’-এরও ১০০ বছর পূর্ণ হলো। আমি মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাই।''






প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ''আল্লুরী সীতারাম রাজু এবং রামপা ক্রান্তির জন্মবার্ষিকী সারা বছর পালিত হবে। আমাদের নতুন ভারত হওয়া উচিত সেই যোদ্ধাদের স্বপ্নের ভারত যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। বিগত 8 বছরে, আমরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেছি, আল্লুরী সীতারাম রাজুর নীতিতে হাঁটছি, আমরা আদিবাসীদের কল্যাণে কাজ করেছি। স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশে আদিবাসীদের গর্ব ও ঐতিহ্য তুলে ধরতে উপজাতীয় জাদুঘর স্থাপন করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের লাম্বাসিঙ্গিতেও 'আলুরি সীতারাম রাজু মেমোরিয়াল ট্রাইবাল ফ্রিডম ফাইটারস মিউজিয়াম' তৈরি করা হচ্ছে।''