পর্যটকদের জন্য বড় ঘোষণা ভুটান সরকারের

author-image
Harmeet
New Update
পর্যটকদের জন্য বড় ঘোষণা ভুটান সরকারের

নিজস্ব সংবাদদাতাঃ পুজোয় কোথায় যাবেন তা নিয়ে অনেকে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। তবে পুজোর কয়েক মাস আগেই ভুটানে বেড়াতে যেতে ইচ্ছুক পর্যটকদের জন্য বড় ঘোষণা করল ভুটান সরকার। ভুটান সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে আর ভুটানে যাওয়ার পরে পর্যটকদের ৫দিনের কোয়ারেন্টাইনে বা নিভৃতবাসে থাকতে হবে না। ৪ জুলাই থেকে এই নির্দেশ কার্যকরী হচ্ছে। ভুটান সরকারের নয়া নির্দেশ, টেস্ট অ্যান্ড গো। পর্যটন ব্যবসায়ীদের মতে, এই শিথিলতার জেরে ভুটান বেড়াতে যেতে ইচ্ছুক বহু পর্যটকের সুবিধা হবে। Test and go পদ্ধতির মাধ্যমে Covid test-এর জন্য পর্যটকদের লালা রসের নমুনা সংগ্রহ করা হবে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই সেই রিপোর্ট আসার কথা। যতক্ষণ না সেই রিপোর্ট আসে ততক্ষণ পর্যটকদের হোটেলে বা হোম স্টেতে থাকতে হবে। তখন এদিক ওদিক বিশেষ ঘোরাঘুরি করা যাবে না। তবে সবুজ সংকেত মিললেই ভুটান ভ্রমণে বেড়িয়ে পড়া যাবে। ভুটান সরকার বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে তাদের দেশে পজিটিভিটি রেট মাত্র ১.৪৬ শতাংশ। সেকারনেই নিয়মে কিছুটা শিথিল করা হল। তবে টিকাকরণের সার্টিফিকেট দেখাতে হবে পর্যটকদের। আর কোভিড ধরা পড়লে অবশ্য ৫দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।