জ্ঞানবাপী মামলা: সোমবার থেকে আবার শুনানি শুরু বারাণসী জেলা আদালতে

author-image
Harmeet
New Update
জ্ঞানবাপী মামলা: সোমবার থেকে আবার শুনানি শুরু বারাণসী জেলা আদালতে

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ থেকে বারাণসী জেলা আদালতে শুরু হবে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি। কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপী চত্বরে ‘মা শৃঙ্গার গৌরীস্থল’-এ পূজার্চনার জন্য আবেদনের সত্যিই কোনও সারবত্তা আছে কিনা, তা নিয়েই পক্ষে-বিপক্ষের সওয়াল-জবাব শুনবেন বিচারক। সোমবারের শুনানিতে অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি নিজেদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবে বলেই খবর। আদালতের নির্দেশিত জরিপের সময় মসজিদের ওজুখানায় থাকা গম্বুজাকৃতি কাঠামো আসলে একটি শিবলিঙ্গ বলে দাবি করেন হিন্দু মামলাকারীরা। তবে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, এটি আসলে একটি ঝরনা ছাড়া আর কিছুই নয়।