নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে নিলম্বিত বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে বিতর্কিত মন্তব্যের জন্য তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। তারপরই বিচারপতিদের সিদ্ধান্তকে নিয়ে তাঁদের ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। নূপুরকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, তার অন্যতম সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবার এ ব্যাপারে মুখ খুললেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘রায়ের কারণে বিচারপতিদের উপর ব্যক্তিগত আক্রমণের ঘটনা ভয়ঙ্কর পরিণামের ইঙ্গিতবাহী।’’ নূপুরের আবেদনের শুনানিতে বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্ত বেশ কিছু কঠোর বাক্য ব্যবহার করেছিলেন। তারপরই নেটমাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। তিনি জানান, আইনের শাসন বজায় রাখার জন্য সারা দেশে ডিজিটাল ও সামাজিক মাধ্যমকে বাধ্যতামূলক ভাবে নিয়ন্ত্রিত করার প্রয়োজন হয়ে উঠেছে।